চলমান পরিস্থিতি নিয়ে সুবর্ণচরে আলোচনা সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপি নামধারী কিছু বখাটে সুবিধাবাদী মহল মানুষের ঘর বাড়ী দখল, হুমকি ধমকি, ভাংচুর,হয়নারী, জ্বালাও পোড়াওসহ নানা অসামাজিক কাজ বন্ধে নোয়াখালী সুবর্ণচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৯ টায় চরজব্বর থানা মোড়ে অবস্থিত রাজ দরবার কনভেশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে থানা মার্কেট ও পাশ্ববর্তি বাজারের ব্যবসায়ীবৃন্দ।
দলীল লেখক ও শিক্ষানবীশ এডভোকেট মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও বিএনপি নেতা দুলাল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফার্মেসী ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম সোহেল, ইউপি সদস্য আব্দুর রহিম, সমাজ সেবক আব্দু্ল মতিন, সাংবাদিক কামাল উদ্দিন,সহ এলাকার সচেতন নাগরিকগষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীন করেছে ছাত্ররা কিন্তু কিছু অতি উৎসাহী মানু্ষ, নিজেদের আখের গোচানোর জন্য জ্বালাও পোড়াও, ভাংচুর, জবর দখল করছে এরা অনুপ্রবেশকারি, এরা কেউ কোন দলের নেতা কর্মি নয়, এদের প্রতিহত করতে হবে। সবাইকে এদের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান বক্তারা।
(এস/এসপি/আগস্ট ০৮, ২০২৪)