‘সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে মেধা’
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসান দলে থাকছেন কী না, সেই আলোচনায় ক্রিকেটাঙ্গন ছিল সরব। শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাকিবকে দলে নেওয়ার ব্যখা দিতে গিয়ে প্রধান নির্বাচক গাসজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে শুধু মেধা। সোমবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক।
‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’
(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৪)