অস্ট্রেলিয়ায় হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১:৫০ মিনিটে ডাবলট্রি বাই হিল্টন হোটেলের উপর একটি হেলিকপ্টার আছড়ে পড়ার পর আগুন ধরে যায়। এরপর হোটেলের শতাধিক অতিথিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর হেলিকপ্টারটির একমাত্র আরোহী ঘটনাস্থলেই মারা যান এবং হোটেলের দুই অতিথি আহত হন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
কুইন্সল্যান্ড পুলিশ এবং এভিয়েশন সেফটি ওয়াচডগ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। হেলিকপ্টারটি যে কোম্পানির ছিল, তারা জানিয়েছে যে এটি ‘অননুমোদিত’ ফ্লাইটে ছিল।
ঘটনার সময় ওই হোটেলে অবস্থানকারী কেয়ার্নসের প্রধান আমান্ডা কে বলেন, ‘তখন বৃষ্টি হচ্ছিল। আলো না জ্বালিয়ে একটি হেলিকপ্টার অনেক নিচু দিয়ে চলছিল। এক পর্যায়ে এটি গোল হয়ে হোটেলের সঙ্গে ধাক্কা খায় এবং বিস্ফোরিত হয়।’
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ঘটনাস্থলে তদন্তকারীদের পাঠিয়েছে। নটিলাস এভিয়েশন একটি বিবৃতিতে বলেছে, তারা কুইন্সল্যান্ডের সব কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এই ‘অননুমোদিত ব্যবহারের’ কারণ অনুসন্ধানে।
(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৪)