রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশব্যাপী নৈরাজ্য ও ধ্বংসাত্বক কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৩ আগষ্ট) বিকালে মন্ডলভাগ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বলের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, সদস্য সচিব টিপু সুলতান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবু হায়াত সাবু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা মোল্লা আকিদুল ইসলাম দুলু, কাজী ইকবাল হোসেন, আহাদুজ্জামান বাটু, খান মাহমুদ আলম, মশিউর রহমান পিন্টু, ইন্জিনিয়ার তাইবুল হাসান, শরিফুল ইসলাম লায়ন, সুরুজ মিয়া, কাজী তরিকুল ইসলাম, পিজুস বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, কবুল মোল্লা, বাবুল মেম্বর ইব্রাহিম মোল্ল্যা প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, 'দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী নেতা, কর্মী ও সমর্থকদের সজাগ থাকতে হবে।

সমাবেশ শেষে একটি শান্তি মিছিল শালনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

(আরএম/এসপি/আগস্ট ১৩, ২০২৪)