বগুড়া প্রতিনিধি : ভারতের ইন্টিগ্রেটেড এসোসিয়েশন অব মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অব ইন্ডিয়া (আইএএমএসএমই ভারত) এর ব্যবসায়ি প্রতিনিধি দল বগুড়ার তিনটি ফাউন্ড্রি শিল্পকারখানা পরিদর্শন করেছে। গত রবিবার দিনভর ভারতীয় ১০ সদস্যের ব্যবসায়ি প্রতিনিধি দল বগুড়ার মিল্টন মেটাল ওয়ার্কস, গুঞ্জন মেটাল ওয়ার্কস, আল মদিনা মেটাল ওয়ার্কস ও বগুড়া বিসিক শিল্প নগরী এলাকায় ফাউন্ড্রি শিল্পে উৎপাদিত বিভিন্ন পন্য সম্পর্কে খোঁজ খবর নেয়। পরিদর্শন শেষে রোববার রাতে বগুড়া শহরের রেডচিলিজে সভা কক্ষে  মতবিনিময় সভার আয়োজন করে।  বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশনের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইনুল হক সোহেল। সভায় বক্তব্য রাখেন আইএএমএসএমই ভারত এর চেয়ারম্যান রাজীব চাওলা।

বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশনের মহাসচিব একেএম ইয়াকুব সাত্তার চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ি, ভারতীয় এসোসিয়েশনের নেতৃবৃন্দ। সভায় ভারতীয় আইএএমএসএমই এর প্রতিনিধিবৃন্দ বগুড়ায় উৎপাদিত কৃষিপন্য, ফাউন্ড্রি শিল্পকারখানায় উৎপাদিক পন্যের ভুয়সী প্রশংসা করেন। সরকারিভাবে আরো সহযোগিতা করা হলে বগুড়া থেকে পন্য বিশ্ববাজারে পৌঁছানো সম্ভব। তারা দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক করে প্রতিবেশি রাষ্ট্রের সাথে বাণিজ্যিক বিষয়টি আরো পরিসর করার কথা জানান। এছাড়া উভয় দেশের প্রতিনিধি দল ফাউন্ড্রি পন্য আরো বেশি উৎপাদন এবং বাণিজ্য প্রসারের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করে। বাংলাদেশ ফাউন্ড্রি ওনার্স এসোসিয়েশনের মহাসচিব একেএম ইয়াকুব সাত্তার চৌধুরী জানান, ভারতীয় প্রতিনিধি দল গত ২২ নভেম্বর বাংলাদেশে এসে ওই দিনই ঢাকায় আইডিএফএম ভবনে সেমিনারে অংশ নেন। ওই সেমিনারে বাংলাদেশের এসএমই এসোসিয়েশন, চেম্বার প্রতিনিধি, শিল্পদ্যোক্তা, ব্যাংক ও ব্যবসায়িবৃন্দ অংশ নেন। ২৩ নভেম্বর বগুড়ার আরডিএ সেমিনারে অংশ নেন। ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংক, আরডিএ কর্মকর্তারা অংশনেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার ফাউন্ড্রি শিল্পকারখানা পরিদর্শন করে ভারতীয় প্রতিনিধি দল।

(এএসবি/পি/অক্টোবর ২৪, ২০১৪)