সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন ভৈরবের দায়িত্বে থাকা আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন। শুক্রবার সকালে ভৈরব বাজারের বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা সবাই মিলে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে বসবাস করতে পারে, তার ব্যবস্থা করাও আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে স¤প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে এলাকায় ছোট ছোট দল করে পাহারা দিবেন। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।

(এসএস/এএস/আগস্ট ১৭, ২০২৪)