বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন উপদেষ্টারা

স্টাফ রিপোর্টার : বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক মনিটরিং করছেন জানিয়ে তিনি বলেন, ‘১০ জেলায় ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত। নিহত হয়েছেন দুজন আর নিখোঁজের খবর নেই।
নদীগুলো ভরাট হওয়ায় দ্রুত বন্যার পানি ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করে শফিকুল আলম।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, ‘বৈঠকে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, ত্রিপুরার বন্যা অনাকাঙ্ক্ষিত, এতে দুদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সয়ংক্রীয়ভাবে বাঁধ খুলে গেছে বলেও মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।’
(ওএস/এএস/আগস্ট ২৩, ২০২৪)