বগুড়া প্রতিনিধি : বগুড়া-নওগাঁ সড়কের শেখাহার-কাজীপাড়া বাস ষ্ট্যান্ডের মাঝামাঝিস্থানে কোচের ধাক্কায় ভটভটি উল্টে পিতা-পুত্রসহ ৬ জন নিহত এবং আহত হয়েছেন ৪ জন। বগুড়ার কাহালু উপজেলা শেখাহারে সোমবার  রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

কাহালু থানা পুলিশ জানায়, শেখাহার বাসষ্ট্যান্ড থেকে ভটভটি যোগে ১২/১৩ জন দিনমজুর বিবিরপুকুর আসার পথে উল্লেখিত স্থানে পৌঁছুলে নওগাঁগামী একটি কোচের ধাক্কায় ভটভটি উল্টে ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও ৪ জনকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান এবং বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। নিহতরা হলেন গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের মৃত দছিম উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (৫০), দেলোয়ার হোসেনের পুত্র আব্দুর রহমান (২৭), কাজেম বেপারীর পুত্র তারা মিয়া (৩০), মৃত হাফেজ উদ্দিনের পুত্র সাদা মিয়া (৩২), মৃত কাবেজ উদ্দিনের পুত্র লোকমান (৩০) ও একই উপজেলার উত্তর ছাতিনামারী গ্রামের রাজা মিয়ার পুত্র মধু মিয়া (৩৫)। আহতরা হলেন গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল গ্রামের দেলোয়ারের পুত্র মন্ডল (৩০), রফিক উদ্দিন (২৭), মৃত মহির বেপারীর পুত্র ছবিজল (৩৫) ও মৃত আব্দুল কুদ্দুসের পুত্র ইউনুস আলী (৩৬)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, রাতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ১ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন মারা গেছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

(এএসবি/এএস/নভেম্বর ২৫, ২০১৪)