নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার জাহানের সময়োচিত হস্তক্ষেপে নাবালক বর-কনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। সোমবার রাতে বিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে ইউএনও নাবালকদের বিয়ে বন্ধসহ উভয়ের অভিভাবককে সর্তক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বড়সিংহা গ্রামের শামছুল ইসলামের মেয়ে মোমিনপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সাবরিনার (১৩) সঙ্গে রামশারকাজীপুর গ্রামের ফজেল মোল্লার ১৪ বছর বয়সী নাবালক ছেলে রবিউলের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আকতার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার সন্ধ্যায় শামছুলের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হন এবং বিয়ে বন্ধ করে বর-কনের বাবাদের সর্তক করা হয়। পরে তাদের নিকট থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবেননা বলে অঙ্গিকারনামা লিখে নেন। এসময় নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন,স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন,ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এমআর/এএস/নভেম্বর ২৫, ২০১৪)