নওগাঁ  প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডব্লিউএফডির আলোকিত মানুষ প্রকল্প মঙ্গলবাড়ী শাখার উদ্যোগে নারীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি মঙ্গলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পেচুলিয়া গ্রামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোকিত মানুষ প্রকল্পের প্রজেক্ট অফিসার জুলেখা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইউপি সদস্য রাজিয়া সুলতানা লাভলি, নাবিলার ব্যবস্থাপক প্রদীপ কুমার প্রমুখ।

(বিএম/এএস/নভেম্বর ২৫, ২০১৪)