‘ক্রীড়াঙ্গনের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতায়ও সংস্কার প্রয়োজন’
স্টাফ রিপোর্টার : ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার মাস অতিক্রম হওয়ার আগেই ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মতামত বিনিময় অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গন সংস্কারের বিষয়টিই বেশি আলোচিত হয়েছে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ক্রীড়াঙ্গন সংস্কারের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতায় সংস্কারের ওপরও গুরুত্ব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে যেমন সংস্কার প্রয়োজন আছে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রেই সংস্কার দরকার আছে। আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কি সংস্কার দরকার আছে তা নিয়ে আমরা সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বসবো। আপনারা যারা ক্রীড়া সাংবাদিকতা করেন তাদেরও কার্যক্ষেত্রে কিছু কিছু সংস্কারের চেষ্টা করা দরকার। আসলেও পুরো ব্যবস্থাই ধ্বংস করা হয়েছিল। সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। জানতে পেরেছি, সাংবাদিকতায় বেতন কাঠামো নেই। এ সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা নিয়েও আমরা কাজ করবো।’
একজন ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ হিসেবে ক্রীড়া সাংবাদিকতার কিছু বিষয়ও তুলে ধরেন তিনি। ‘থাম্বনেইল, ক্যাপশন ও কনন্টেনের সঙ্গে অনেক সময় মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। এই জায়গাগুলো আরও বস্তুনিষ্ঠ করা যায় কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মাঝে মধ্যে দেখা যায় টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার মতো নিউজ হয়। ক্রীড়াক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ। তাতে আমরা জানতে পারবো কোথায় কোথায় অনিয়ম-দুর্নীতি হচ্ছে। আপনারা এমন নিউজ করছেন, সামনে আরও করবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। শুধু একজন খেলোয়াড় কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কীভাবে হাঁটছেন সেদিকে বেশি নজর না দিয়ে অনিয়ম-দুর্নীতি কোথায় হচ্ছে সে জায়গায় আপনারা মনোযোগ দেবেন।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরের পরিবেশ খেলাধুলাবান্ধব নয়। সে বিষয় ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন কেউ না। এগুলো দেখেই আমি বড় হেয়েছি। এমন নয় যে, এখন গাড়িতে আসি বলে বাইরের দুনিয়া দেখি না। এর আগেও আমার স্টেডিয়ামে আসা হয়েছে, বাইরের থেকে দেখা হয়েছে। আসলে আমাদের সবকিছুর অবস্থাই তো খারাপ। নির্দিষ্ট করে বলতে পারবেন না যে, এই জায়গাটা ভালো আছে। সবকিছু্ই আমাদের ঠিক করতে হবে। অবশ্যই সময় করে স্টেডিয়াম পরিদর্শনের চেষ্টা করবো। আগেও করেছি। কোনো খবর দিয়ে না হুট করে চলে যাওয়া আমি পছন্দ করি।’
(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৪)