আঞ্চলিক প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় প্রধান শিক্ষকের অপসরণের দাবিতে ইউএনও 'র কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকাল ১ টার দিকে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইযুব আলি মৃধার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এর আগে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থআত্মসাত, দুর্নীতিবাজ, খারাপ আচারণ ও বিভিন্ন অনিয়মসহ ৯টা অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ এর দাবিতে গত ২ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে প্রবেশ পথে বাধা দেয় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ছাত্র সৌরভ খান, ইয়াসিন ফকির, হায়াতুল শেখ বিক্ষোভে সময় বলেন, ইউএনও স্যার স্কুলে সভাপতি হওয়ায় আমাদের আজ মঙ্গবার সকাল ১০ টার দিকে এসে লিখিত অভিযোগ দিতে বলে। সকল ছাত্রছাত্রী অফিসে এসে স্যারকে না পেয়ে তিন ঘন্টা অপেক্ষা করে সকলে বিক্ষোভ শুরু করে। পরে তার বাসা থেকে এসে আমাদের পাচ জনের প্রতিনিধি সদস্যের সাথে কথা বলে এবং লিখিত অভিযোগে ভূলত্রুটি সংশোধন করে এক ঘন্টা পরে আমাদের সাথে চুড়ান্ত কথা বলবে বলে জানিয়েছে।আমাদের এক দফা এক দাবী প্রধান শিক্ষকের অপসরণ চাই।

অভিযুক্ত প্রধান শিক্ষক আইযুব হোসেন জানান, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে। ওখানে দুইটি গ্রুপ আছে, আমি এক গ্রুপের প্রতিহিংসার শিকার হয়েছি। ইউএনও স্যারকে প্রতিটি অভিযোগের লিখিত আকারে উত্তর দিবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সারমীন ইয়াছমীন বলেন, আমি খুব অসুস্থ। বিক্ষোভের খবর পেয়ে অফিসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি ও লিখিত অভিযোগ দিলে দ্রুত তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কতো কর্মদিবসে তদন্ত করা হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইউনএনও আরও বলেন, দ্রুতই তদন্ত করা হবে।

(টিইউ/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৪)