আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে কৃষকরা প্রতিকারের আশায় প্রতিদিন উপজেলা কৃষি বিভাগের দ্বারস্ত হচ্ছেন।
জানা যায়, চলতি আমন মৌসুমে ২০ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৯৮% জমিতে আমনের চারা রোপন করা হয়। রোপনকৃত জমিতে উফশী ২২, ২৩, ৪৯, ৭১, ৭২, ৭৫, ৮৭, ৯৩, ৯৪, ৯৫ ও বীনা-৭ এবং ১৭ জাতের ধানের চারা রয়েছে। এসব আমন ক্ষেতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দেওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। বেসরকারি হিসেবে কৃষকরা পাতা মোড়ানো পোকায় আক্রান্ত জমির পরিমাণ বেশি দাবি করলেও উপজেলা কৃষি বিভাগ দাবি করছে ৫/৬ হেক্টর জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ মিয়া জানান, যেসব জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে সেসব জমির কৃষকদের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়া পোকা দমনের জন্য রাতের বেলায় ‘আলোর ফাঁদ’ স্থাপন করা হচ্ছে। এসব ফাঁদে পোকারা এসে পরবে। এর মাধ্যমেই পাতা মোড়ানো পোকা দমন হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, যেসব জমিতে পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে সেসব জমিতে প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। তাছাড়া আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে খুব দ্রুতই এসব পোকা দমন করা সম্ভব। এতে কৃষকদের চিন্তার বা দুশ্চিন্তার কোন কারণ নেই।
(এসবি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)