মহম্মদপুরে অজ্ঞান অবস্থায় যুবক উদ্ধার
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে চলন্ত বাস থেকে পড়ে যাওয়া যুবককে উদ্ধার করে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয়রা মহম্মদপুর হাসপাতালে নিয়ে আসে।
মাগুরা থেকে মহম্মদপুরে আসার পথে একটি যাত্রীবাহী চলন্ত বাস থেকে শফিকুল ইসলাম (১৯) নামের এক যুবক কানুটিয়া বাজার পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের দরজা দিয়ে পড়ে যায়। বাসটি এক পর্যায়ে মহম্মদপুরে চলে আসে। এ তথ্য জানিয়েছে তাকে হাসপাতালে নিয়ে আসা লোকেরা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শফিকুলকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। অজ্ঞান হওয়া যুবককে কানুটিয় বাজার পার হওয়ার সময় বাসের দরজা দিয়ে ফেলে দিয়ে মহম্মদপুরে চলে যায় বাসটি।
শফিকুলের পকেটে থাকা এন আই ডি কার্ড দেখে জানা গেছে, সে দীঘা ইউনিয়নের জনার্দনপুর গ্রামের রহিম মোল্লার পুত্র।এ রিপোর্ট লেখা পর্যন্ত শফিকুল মহম্মদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)