‘বিশ্বের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুরা বেশী নিরাপত্তা পান’
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাংলাদেশের মতো নিরাপত্তা সংখ্যালঘুরা বিশ্বের অন্য কোন দেশে পান কিনা তা নিয়ে আমারা সন্ধেহ রয়েছে। এখানে মন্দিরগুলোতে মাদ্রাসা ছাত্ররা পাহার দেয়, এমন উদাহরন পৃথিবীর কোথাও দেখা যায়না। বাংলাদেশে সব থেকে নিরাপদে বসবাস করছে সংখ্যালঘুরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে আইন-শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর বরিশালের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা একথা বলেন।
বরিশালের জিওসি তার বক্তব্যে ছাত্রদের উদ্দেশ্যে আরও বলেন, দেশের ছাত্ররা অনেক ভালো কাজ করেছে, পাশাপাশি তারা রাস্তায় নেমে ট্রাফিক কন্টোল- বাজার মনিটরিং করছে । তারা এখন এ দায়িত্ব থেকে সরে গেছে যেহেতু পুলিশ তাদের দায়িত্বে ফিরেছে। আমি অনুরোধ করবো আমার ছাত্র ভাই, সন্তানরা দ্রুত পড়াশুনায় ফিরে আসুক। কারন একটা জাতির উন্নয়নের মুল চাবিকাঠি হচ্ছে এডুকেশন। আমরা যত এডুকেশন থেকে সরে যাবো, ততো বেশি নিষ্পেসিত হবো, ততো বেশি পিছিয়ে পড়বো। পৃথিবীতে কোন জাতি শিক্ষা ছাড়া উন্নত হতে পারে না।
মতবিনিময় সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আরও বেশি দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসন ও পুলিশকে আরও সচেষ্ট হবার আহবানসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৮ পদাতিক ব্রিগেড কমান্ডার, ব্রিগ্রেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাত, বাগেরহাট জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন, র্যাব ৬ খুলনা এর অধিনায়ক, কর্নেল ফায়েজুল আরেফিন, বাগেরহাট পুলিশ সুপার মোহামদ তৌহিদুল আরিফসহ গনমাধ্যম কর্মী, সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি ও আইন শৃংখলার সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)