আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জেলার গৌরনদী উপজেলার চন্দ্রহার কৈলাশচন্দ্র-রমেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম, যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে নিয়োগকৃত অযোগ্য শিক্ষককে বরখাস্তকরণ ও প্রতিষ্ঠান প্রধানের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। এসময় বিক্ষুব্ধরা প্রধান শিক্ষকসহ ছাত্রীদের যৌণ হয়রানির অভিযোগে বিদ্যালয়ের গ্রন্থাগারিকের পদত্যাগের দাবে করেন। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা উল্লেখ করেন।
সকল অভিযোগ অস্বীকার করে প্রধানশিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, একটি মহলের ইন্ধনে স্কুলের কিছু সংখ্যক শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। কোন অভিযোগেরই সত্যতা নেই।

সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমান পেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৪)