রাজবাড়ীতে কলেজ শিক্ষার্থী অপহরণের অভিযোগ, ৩ দিনেও মেলেনি খোঁজ
.jpg)
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে তমা চক্রবর্তী (১৮) নামে এক কলেজ ছাত্রীকে কলেজে আসার পথে অপহরণের ঘটনা ঘটেছে। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামের পরিমল চক্রবর্তীর মেয়ে ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজের ছাত্রী। ৩ দিনেও কলেজ ছাত্রীর কোন সন্ধান মেলেনি।
ওই ছাত্রীর পিতা পরিমল চক্রবর্তী অভিযোগে বলেন, তার মেয়ে তমা চক্রবর্তী গত ৯ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার সময় জামালপুর ডিগ্রী কলেজে যাওয়ার পথে জামালপুর বাজার এলাকা থেকে মোবাইলে স্ত্রীকে জানায় অসৎ উদ্দেশ্যে মেয়ের পিছু নিয়েছে। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ দেখায়। তাৎক্ষনিক ভাবে পরিবারের সদস্যরা জামালপুর বাজারে এসে বাজার ও আশপাশে মেয়েকে খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এসআই রাজিবুল ইসলাম বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
(একে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)