লোহাগড়ায় তিন দিনের বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় তিন দিনের ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে লোহাগড়া শহরসহ নিম্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শহরের প্রায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন এলাকার রাস্তায় কাদাপানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
সোমবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লক্ষ্মীপাশা, লোহাগড়া, গোপীনাথপুর, আদর্শপাড়া, রাজুপুর, খলিশাখালী, মদিনা পাড়া, পোদ্দারপাড়া, সরকারপাড়া, জয়পুর, কুন্দশীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি সয়লাব হয়ে পড়েছে। ফলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পৌরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পর বছর সমস্যা সমাধানে উদাসীন পৌর কর্তৃপক্ষ।
লোহাগড়া বাজারের ব্যবসায়ী ফয়সাল বলেন, ‘এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীসহ এলাকাবসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক কাজী ইমরান বলেন, ‘শহরের ড্রেনেজ ভালো না। এছাড়া পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় শহরে।’
আদর্শ পাড়ার বাসিন্দা বদরুল ইসলাম বলেন, ‘শহরে জলাবদ্ধতা সমস্যা নিরসনে জনপ্রতিনিধিরা আন্তরিক নয়। ফলে জনদুর্ভোগ প্রতি বছর লেগেই আছে।’
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)