নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরামে আজ শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের উদ্যোগে সীরাতুন্নবী (সা)  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর এর উদ্যোগে সীরাতুন্নবী (সা) সম্মেলনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. সামীউল হক ফারুকী, ড. খলিলুর রহমান মাদানী-উপাধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল। তাত কামিল মাদ্রাসা ও কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য অতিথিগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। বক্তারা দেশের উন্নয়নে বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় জনগণের পাশে আছে বলেও জানান।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৪)