কাপ্তাইয়ে নিখোঁজের ৪৬ ঘণ্টা পর ঝিরি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে বড় পাগলী পাড়া থেকে নিখোঁজের ৪৬ ঘণ্টা পর ঝিরি থেকে গৃহবধূর মৌমিতা তনচংগ্যা মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সংলগ্ন পাগলী পাড়া ঝিরি শেষ অংশে মৃতদেহটি পাওয়া যায়।
গত মঙ্গলবার বিকেল ৫ টায় এই পাগলি পাড়া প্রবল বর্ষণে ওই ঝিরিতে তরকারি নিয়ে পার হতে গিয়ে গৃহবধূ মৌমিতা তনচংগ্যা নিখোঁজ হয়। নিহত মৌমিতা তঞ্চঙ্গ্যা সুরেশ তঞ্চঙ্গ্যার স্ত্রী।
সুরেশ তঞ্চঙ্গ্যা জানান, স্ত্রীর নিখোঁজের বিষয়ে বুধবার কাপ্তাই থানায় সাধারণ ডায়েরি করেছি। বৃহস্পতিবার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে এসে স্ত্রীকে মৃত অবস্থায় পেয়েছেন।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাসীষ সানা জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ঝিরিতে পানি কমায় মৃতদেহটি কিছু দূরে এসে ভেসে উঠেছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৪)