ভারতে মহানবীকে কটুক্তির প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ মিছিল
শফিকুল ইসলাম, ফুলপুর : ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে গালি ও কটুক্তির প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসুল্লিগণ।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর ফুলপুর বাসস্ট্যান্ডে জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুসুল্লিরা ফুলপুর বাসস্ট্যান্ডে সমাবেশ করেন।
এসময় সমাবেশে অংশ নেয়া বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ইসলাম শান্তির ধর্ম। আমরা সবসময় শান্তি চাই। কারো ধর্মে আঘাত করা ইসলাম কোনোভাবেই সমর্থন করেনা। বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন নবীজি (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী হিন্দু পুরোহিতের সর্বোচ্চ শাস্তি চাই আমরা।
(এসআই/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)