রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন এর তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত আট টার সময় শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামের হরিতলা পূজা মণ্ডপ থেকে ২০০ গজ দূরে ময়লার স্তুপের মধ্য হতে মালিকবিহীন ৫০ পিচ শর্ট গানের গুলি ও ০৪ রাউন্ড ৭.৬২ এম এম চাইনিজ গুলি উদ্ধার করে কালিগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মুজফিক এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। উদ্ধার কৃত ৫৪ রাউন্ড গোলাবারুদ বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)