রাজবাড়ীতে হকারের লাথিতে হকারের মৃত্যু

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বাসে উঠা নিয়ে দ্বন্দের জের ধরে হকারের লাথিতে আমড়া বিক্রেতা হকার কেসমত শেখ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ভাষান শেখের ছেলে। এ বিষয়ে গতকাল শনিবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মামলার অভিযোগে বাদী মোঃ কুদ্দুস শেখ বলেন, নিহত কেসমত শেখ এবং মোঃ জীবন ফকির দুজনেই ফেরিতে হকারী করতো। আমড়া বিক্রির জন্য বাসে উঠার জেরে গত ১৭ সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ৪ নম্বর ফেরি ঘাট সংলগ্ন পন্টুনের সামনে আমড়া নিয়ে বাসে উঠতে গেলে একই গ্রামের বাবু ফকিরের ছেলে মোঃ জীবন ফকিরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ফকির সজোরে কেসমতের তলপেটে লাথি দেয়। লাথি দেওয়ার কারণে কেসমত শেখ রাস্তায় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় লাথির আঘাতে তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন থাকার পর গত ২৪ সেপ্টেম্বর রাতে ঢাকা সিটি কেয়ার হাসপাতালে নিয়ে অপরারেশন করা হয়। অপারেশন করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর ঢাকা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে শনিবার (২৮ সেপ্টেম্বর) নিহতের ভাতিজা মোঃ কুদ্দুস শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামী গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
(একে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)