বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ উল আলম জয় বলেছেন, গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিবেশ এবং বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা রক্ষা করে বৃক্ষ। তাই  পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নাই।

পতিত জায়গায় প্রচুর পরিমানে বনজ, ফলজ ও ঔষধী গাছ রোপন করতে হবে। সবুজ বেস্টনি তৈরী করতে বৃক্ষ রোপন করার জন্য তিনি আহবান জানান। তিনি বৃহস্পতিবার দুপুরে কলেজ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সহকারি অধ্যাপক আ: সামাদ, রাকিব আহমেদ, সোলেমান হোসেন, প্রভাষক কামাল, কলেজ ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মন্টি, সাধারণ সম্পাদক আসলাম হোসেন প্রমুখ। এসময় বগুড়া সরকারী আজিজুল হক কলেজের বিভিন্ন স্থানে শতাধিক বৃক্ষ রোপন করা হয়।



(এএসবি/এসসি/নভেম্বর২৭,২০১৪)