কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাইয়ের হাতে ভাই আফির উদ্দিন (৬৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বিজুরদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বিজুরদিয়া গ্রামে দুই ভাই আফির উদ্দিন ও আব্দুল আউয়াল মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ১২ টার দিকে দু’ভাইয়ের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে আব্দুল আউয়াল ও তার ছেলেরা লাঠিসোটা দিয়ে আফির উদ্দিনকে বেধড়ক মারপিট করে।

গুরুতর অবস্থায় আফির উদ্দিনকে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফির উদ্দিনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করে। ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তায় আফির উদ্দিন মারা যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী এ ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাই আব্দুল আউয়ালকে আটক করা হয়েছে।

(পিকেএস/এসসি/নভেম্বর২৭,২০১৪)