অসহায় মানুষের মাঝে সহায়ক ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দর্গা গ্রামে খাবার বিতরণ করা হয়েছে।
সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া চলমান বন্যা পরিস্থিতিতে দেশের ৫/৬ টি জেলা উপজেলায় ত্রাণ বিতরণ করেন ইতিপূর্বে প্রকৃতিক দূর্যোগসহ, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ বহন, অসহায় হতদরিদ্র চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া'র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শান্ত বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, দেশের যে কোন জেলায় দূর্যোগ মোকাবেলায় সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া তাদের সাধ্যমত সহযোগিতা করবে।
(এস/এসপি/অক্টোবর ০৮, ২০২৪)