নাটোর প্রতিনিধি : নাটোর থেকে প্রায় ৭ কোটি টাকা মুল্যের  ১৩৮ কেজি ওজনের কষ্টি পাথরের কালীূ মুর্তি সহ মহসিন আলী (২৫) ও শাজাহান মিয়া নামে দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত দু’জন বাবা-ছেলে বলে জানা গেছে।

র‌্যাব সুত্র জানায়, নাটোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের শাজাহান মিয়া গত ১০ মাস আগে তার বাড়িতে পুকুর খনন করতে গিয়ে কষ্টি পাথরের কালী মূর্তিটি পায়। পরে তা প্রশাসনের কাছে জমা না দিয়ে গোপনে বিক্রির চেষ্টা করে। খবর পেয়ে র‌্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার রাতে শাজাহানের বাড়িতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এসময় শাজাহান আলী ও তার ছেলে মহসিন আলীকে আটক করা হয়।

শুক্রবার বিকেলে নাটোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর কামরুজ্জামান এই তথ্য জানান।

(এমআর/অ/নভেম্বর ২৮, ২০১৪)