স্পোর্টস ডেস্ক, ঢাকা : আইপিএল দল চেন্নাই সুপার কিংসকে ইন্ডিয়ার সর্বোচ্চ আদালতে বড়সড় ধাক্কার পূর্বাভাস। যার ফলে দলটির ভবিষ্যত্‍ নিয়েই প্রশ্ন উঠে গেল। চেন্নাই সুপার কিংস-কে আইপিএল থেকে বাদ দিয়ে দেওয়ার অভিমত প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মুদগল কমিটির রিপোর্ট দেখে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পরবর্তী তদন্তের দরকারই নেই। তার আগেই আইপিএল থেকে ছেঁটে ফেলা হোক চেন্নাই সুপার কিংস-কে।

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে গঠিত মুদগল কমিটির রিপোর্টে ইতিমধ্যেই নাম রয়েছে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক গুরুনাথ মায়াপ্পবনের। এদিন শুনানিতে বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাই মায়াপ্পনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্টের বক্তব্য, যেখানে টিমের অন্যতম মালিকের বিরুদ্ধেই ফিক্সিংয়ের অভিযোগ উঠছে, সেই দলকে আগে আইপিএল থেকে বাদ দেওয়া দরকার। জামাইয়ের সঙ্গেই শীর্ষ আদালত শ্বশুরকেও একহাত নিয়েছে।

মুদগল কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে শ্রীনিবাসন সম্পর্কে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত দূরে রেখে ফের বোর্ড নির্বাচন হোক।

(ওএস/পি/অক্টোবর ২৮, ২০১৪)