র্যালি, মহড়ায় পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

একে আজাদ, রাজবাড়ী : বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ) মাসুদুর রহমান রুবেল,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা ফায়ার সার্ভিস কর্মকর্তা উম্মাদ রয়েল,পাবলিক হেলথ এর উপজেলা কর্মকর্তা মোঃ নাসির হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মহড়ায় অংশ নেয়।
(একে/এএস/অক্টোবর ১৫, ২০২৪)