টাঙ্গাইলে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপারের মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে শহরের ক্লাব রোডের সরকারি বাসার সামনে থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হন। এসময় এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত অভিযুক্ত মাস্ক পরিধান করা ব্যাক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
(এসএম/এসপি/অক্টোবর ১৮, ২০২৪)