বোয়ালমারী (ফরিদপুর)আমির চারু: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া বাজারে সৌদি প্রবাসি মো. মোমিন শেখের একটি ঘর ভেঙ্গে জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। জমির ওপর থাকা আদালতের নিষেধাজ্ঞাও মানেনি তারা।

গত বুধবার সকাল থেকে ঘর ভেঙ্গে খুটি ও টিনের চালা প্রতিপক্ষ আবু সাইদ মোল্লা, তারেক মুসল্লি, খোরশেদ কারি, নজরুল ফকির, আরিফ কাজীরা নিয়ে যায় বলে অভিযোগ করেন মোমিনের স্ত্রী তানিয়া বেগম। অভিযোগ নিয়ে ২ ঘন্টা থানায় বসে থাকলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে তানিয়া আরো অভিযোগ করেন।

সরেজমিনে যেয়ে জানা যায়, বাহিরদিয়া গ্রামের মৃত বুধেই শেখের ছেলে সৌদি প্রবাসি মো. মোমিন শেখ উত্তরবাহিরদিয়া মৌজার ৮১ নং খতিয়ানের ২১৫ হাল দাগের ৫৬ শতাংশ ০৬ শতাংশ জমি একই গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে মিজান মোল্লা, মেয়ে আকলিমা ও নবেজান নেছার কাছ থেকে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর এক লাখ টাকা মূল্যে খরিদ করেন। ওই জমির অন্য শরিক আবু সাইদ মোল্লা পরে আদালতে অগ্র ক্রয়গামী অধিকার আইনে (প্রিএনসন) মামলা করেন। প্রতিপক্ষের নজরুল ফকির ঘর ভাঙ্গা ও জমি দখলের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। আবু সাইদ মেল্লোর ছেলে মো. সালাউদ্দিন মোল্লা বলেন তাদের ঘর তারা ভেঙ্গে নিয়ে গেছে।

চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামচুল আলম সাজেদ বলেন, জমির প্রকৃত মালিক মোমিন শেখ। সাইদ মোল্লা প্রিএনসন করেছে ঠিক আছে তবে তাকে রায় পেতে হবে। আদালতের রায়ের আগে অন্যের জমি জবর দখল করতে পারেনা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী বিশ্বাস বলেন, ওই দিন তিনি স্টেশনে ছিলেন না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।





(এসিবি/এসসি/নভেম্বর২৯,২০১৪)