মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে এক স্কুল শিক্ষার্থীকে কুপ্রস্তাবে প্রতিবাদ করায় শিক্ষার্থীসহ তার মা-বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চর মজিদ গ্রামের রাফুলের বাড়ীতে। আহতরা বর্তমানে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগী সুমাইয়া আক্তার স্খানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

আহত ভুক্তভোগী সুমাইয়া তার মা ফেরদৌসী, বোন ফাতেমা খাতুন বলেন, চর মজিদ গ্রামের জাকের হোসেনের বখাটে পুত্র বাপ্পী (২৬) সুমাইয়াকে বিদ্যালয়ে যাবার পথে প্রায় সময় ইভটিচমজিংসহ কুপ্রস্তাসহ নানা কু প্রস্তাব দিতে ২১ অক্টোবর দুপুর ১২ টায় বিদ্যালয়ের বিরতীর সময় দুপুরের খাবার খেতে বাড়ীতে ফিরলে ঘরে প্রবেশ করা মাত্রই প্রতিবেশী জাকের হোসেনের বখাটে পুত্র তাকে আগের মতই কৃপ্রস্তাব দেয় এবং তাকে ধরে ধস্তাধস্তি করে এতে সুমাইয়া প্রতিবাদ করলে বাপ্পী সুমাইয়াকে মারধর করেন, সুমাইয়ার শৌর চিৎকারে তার মা বোন রান্নাঘর থেকে দৌঁড়ে এসে তাকে বাঁচাতে গেলে পাশ থেকে বাপ্পীর বাবা জাকের হোসেন, জাকের হোসেনের পুত্র বাহার হোসেন, তার মেয়ে রেখা, ফারহানা এবং মঞ্জুর মেয়ে জাহেদা আক্তার, স্ত্রী ফারজানা বেগম দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে এবং বাপ্পী দেশীয় অস্ত্রদিয়ে সুমাইয়ার মাথা ফাটিয়ে দেয়। পরে প্রতিবেশীরা তাদরেকে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান আহত শিক্ষার্থীও তার পরিবার।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাকের হোসেন এবং তার পুত্র বাপ্পী মুঠো ফোনে বলেন, ঘটনাটি মিথ্যা আমরা কেউ ঘটনাস্থলে ছিলাম, এসব মিথ্যা অভিযোগ।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/অক্টোবর ২১, ২০২৪)