ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বরিশালে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কখনও গুঁড়িগুঁড়ি কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ জনজীবন বিঘ্নিত হচ্ছে। এমন অবস্থায় অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিএ’র বরিশালের সহকারী পরিচালক রিয়াদ হোসেন। তিনি জানান, নদী বন্দরসমূহে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় ও আবহাওয়া হঠাৎ খারাপ হওয়ায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একতলা বিশিষ্ট সব লঞ্চ। তবে ঢাকা-বরিশাল নৌপথের লঞ্চ চলাচলে এখনও নিষেধাজ্ঞা হয়নি।
অপরদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পাঁচশ’ জন করে মানুষ আশ্রয় নিতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বেলা ১১টায় যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনও পরিমাপ করা হয়নি। বর্তমানে বাতাস ৪০ কিলোমিটার বেগে বইছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ২৪, ২০২৪)