নাটোর প্রতিনিধি : নাটোরে প্রচন্ড শীতে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুই দিনে ডায়ারিয়ায় আক্রান্ত ৪০ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীদের অধিকাংশই শহরের বড়গাছা এলাকার বাসিন্দা। হাসপাতাল কর্তৃপক্ষ ৩৬ জন রোগী ভর্তি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে স্থানাভাবে রোগীদের হাসপাতালে ডায়ারিয়া ওয়ার্ডের করিডোরে রাখা হয়েছে। এতে রোগীদের ভোগান্তি সহ দুর্ভোগে পড়তে হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ জানান, প্রচন্ড শীত আর ওই এলাকায় পানি দূষিত হওয়ার কারণেই এই ডায়রিয়ার প্রার্দুভাব দেখা দিয়েছে। তারা চিকিৎসার সকল ব্যবস্থা সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও নাটোর পৌরসভাকে অবহিত করা হয়েছে বলে জানান।

(এমআর/পি/নভেম্বর ২৯, ২০১৪)