জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে রাজবাড়ীতে ফসলের মাঠে কৃষকের মানববন্ধন
.jpg)
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে শতশত কৃষক।
গতকাল শুক্রবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বারবাকপুর মাঠে বারবাকপুর, পাঁচথুবি ও পদ্মবিল এলাকার কয়েক শত কৃষক মানববন্ধন কর্মসুচীতে অংশ গ্রহন করে।
বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচী স্থানীয় বাসিন্দা দিলু আহম্মেদ, নির্মল কুমার সাহা, অরুন কুমার সরকার, মোঃ নেছার উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, বারবাকপুর, পাঁচথুবি ও পদ্মবিলে ফুলকপি, বাঁধা কপি, লাউসহ বিভিন্ন প্রকার সবজি ও ধানের আবাদ হয়ে থাকে। কিন্তুু স্থানীয় প্রভাবশালীরা মাছ চাষের জন্য পানি চলাচলের পথ বন্ধ করে তৈরি করেছে কাচা সড়ক। যে কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এ জলাবদ্ধতার কারণে এ বছর অন্তত ৬ শত কৃষক মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে অন্তত দুইটি কালভার্ট তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি করেছেন ওই এলাকার কৃষকেরা।
(একে/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)