ভৈরবে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ সোমবার দুপুরে শহরের স্টেডিয়ামে পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সক্রিয়কর্মী উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোছামারা এলাকার জহুরুল হকের ছেলে মো. বাবুল মিয়া (৫২)।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ১৩ জন ও অজ্ঞাত ৩ জন নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুলøাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ জুলাই সাবেক চেয়ারম্যান মো. বাবুল মিয়াসহ অন্যান্য আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ২৭ আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও আহতের ঘটনায় মামুন ও রুবেল নামের দুই ব্যক্তি আরো দুটি মামলা দায়ের করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিশেষ অভিযান চালিয়ে স্টেডিয়াম পাড়া এলাকা থেকে মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় বাবুল মিয়া জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর বাবুল মিয়াকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
(এসএস/এসপি/অক্টোবর ২৮, ২০২৪)