গোপালগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
![](https://www.u71news.com/article_images/2024/10/29/Gopalganj-Udichi-56th-Foundation-Anniversary-Celebrated-Photo--29.10.2024.jpg)
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সংসদ এ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা করা হয়।
পরে জেলা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু সহ উদীচী শিল্পী গোষ্ঠির শিল্পীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে পৌর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(এমএস/এএস/অক্টোবর ২৯, ২০২৪)