ময়মনসিংহে জামায়েত ইসলামীর রুকন সন্মেলন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়েত ইসলামীর রুকন সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন জামাতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। সভাপতিত্ব করেন আব্দুল করিম, আমীর ময়মনসিংহ জেলা জামায়েত ইসলামী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি ময়মনসিংহ জেলা জামায়েত ইসলামী। বিশেষ অতিথি ছিলেন, ডঃ সামিউল হক ফারুকী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়েত ইসলামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নারেবে আমীর মোঃ কামরুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন মাওলানা মঞ্জুরুল হাসান, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াত আমীর, মাওলানা ফজলুল হক শামীম, আমীর ফুলবাড়িয়া উপজেলা জামায়াত, মাওলানা আ, স, ম আব্দুল্লাহিল কাফী আমীর ত্রিশাল উপজেলা জামায়াত ইসলামী সহ অন্যান্য প্রমুখ।
বক্তারা দেশবাসীর কাছে জামায়াতের জন্য দোয়া প্রার্থনা সহ আগামী দিনে যাহাতে দেশে কোনো অরাজকতা স্মৃষ্টি কেউ করতে না পারে সে ব্যাপারে সহযোগিতা চান। দেশের ভিতরে ঢুকে রাজনীতিকে কলংকিত করার জন্য এক শ্রেনীর চাটুকার ও দালাল এখন ও সক্রীয় তাদেরকে প্রতিহত করে সুষ্ট নিরপেক্ষ নির্বাচন আশা করেন বাংলাদেশ জামায়েত ইসলামী।
(এনআরকে/এসপি/নভেম্বর ০১, ২০২৪)