কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে আলোচনা ও ঋণ বিতরণ

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকালে র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষ কিন্নরী'তে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ বিতরন ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুইহ্লাঅং মারমা, খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, কাপ্তাই উপজেলা জামাতের আমির হারুনুর রশিদ, এনজিও প্রতিনিধি বিজয় মারমা,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এমরান হোসেন প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো জাকির হোসেন।
প্রধান অতিথি তারঁ বক্তব্যে বলেন, যুবদের কে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রধান হাতিয়ার হিসেবে সমাজ উন্নয়নে সক্রিয় অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণ সনদ বিতরন ও আত্মকর্মী যুবদের মাঝে ১,লক্ষ টাকার যুব ঋনের চেক বিতরণ করেন।
(আরএম/এসপি/নভেম্বর ০১, ২০২৪)