কুষ্টিয়া প্রতিনিধি : ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন একাডেমি পরিদর্শন করেন।

শনিবার দুপুরে তিনি ছেউড়িয়ার লালন একাডেমি চত্বর পরিদর্শন শেষে লালন সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি বলেন, সঙ্গীত-রসিকদের কাছে লালনের গানের বাণী ও সুরের আবেদন অলঙ্ঘনীয়। লালনের গানের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, লালনের গান আজও বাংলার সব বয়সের মানুষকে আনন্দ দেয়, ভাবরসে আন্দোলিত এবং ভক্তিরসে সিক্ত করে।

সন্দীপ মিত্র বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক এগিয়েছে। আরো উন্নত করতে দু’দেশের সরকারের আন্তরিকতার কমতি নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনারের স্ত্রী সীমা মিত্র, লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক, সহ-সভাপতি জাহিদ হোসেন, নির্বাহী সদস্য মাহমুদুর রহমান আল কাদরী, নাসির উদ্দিন সরকার প্রমুখ।

পরে, সন্দীপ মিত্র লালন একাডেমির শিল্পীদের গানে মুগ্ধ হয়ে একাডেমির সঙ্গীতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হকের হাতে তুলে দেন।

(কেকে/এসসি/নভেম্বর৩০,২০১৪)