ধামরাইয়ে ব্যবসায়ীদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাই বাজার ব্যবসায়ীদের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকেলে। ধামরাই ঐতিহ্যবাহী শত বছরের পুরোনো শ্রী যশো মাধবদেরের শশুরালয় মন্দির যাত্রাবাড়ি মাঠে অনুষ্ঠিত এই আলোচনা ও মতবিনিময় সভায় ধামরাই পৌর প্রধান বাজারের প্রায় পাচ শতাধিক বিভিন্ন শ্রেণীর পেশার ব্যবসায়ীদের নিয়ে এই মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী মীর আকিব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ আরিফ, মীর কবির আলী মোঃ আব্বাস আলী, মোঃ রেজাউল হাসান পলাশ মোঃ আরিফুল ইসলাম ফেরদৌস, মোঃ আমিনুর ইসলাম, একে বাপ্পি, মোঃ ইমরান, মোঃ মোরারক হোসেন সহ আরো অনেকে।
খোলা মেলা আলোচনায় বক্তব্য রাখেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন ঢাকার পাশে ধামরাই পৌর বাজার টির যষেষ্ট সুনাম রয়েছে। তবে এই বাজারে ব্যবসায়ীদের কোনো নিরাপত্ত নেই । প্রতি নিয়ত চুরি ডাকাতী মত ঘটনা ঘটছে।
মাত্র কয়েক দিন আগে বাজারের সন্ধ্যা জুয়েলার্সে দূধর্ষ চুরি ঘটনা গটেছে। এ বাজারে দূর্বল পাহাড়াদার থাকলেও কোনো কাজে আসছে না। বাজরে চুরি চচ্ছেই। ব্যবসায়ীদের শক্তিশালী পাহাড়াদার নিযোগ করে নিরাপত্তা জোড়দার করা দাবী তুলে।বিগত বয়েক বছর ধরে এই বাজারে কোনো কমিটি নেই। একটি শক্তিশালী কমিটি গঠনেরও দাবী তুলে।
আলোচনা ও মত বিনিময় সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট এক বাজার ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত এই ৩১ সদস্য বিশিণ্ঠ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী মোঃ আদম আলী ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর আকিব আলী।সাংগঠনিক সম্পাদক একে কায়ূম,
প্রধান উপদেষ্টা হয়েছেন মোঃ আরিফুর রহমান।
দীর্ঘদিন এই ধামরাই পৌর বাজারে কোনো বাজার কমিটি ছিলো না। যে কারনে বাজারের ইজারাদারদের দৌরাত্ম বেপরোয়া ছিলো। কোনো ঘটনা ঘটলে অভিযোগ দেবার মত পরিবেশ ছিলো না।
(ডিসিপি/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)