স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি যুব সমাজ আয়োজিত ফটকিবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ২২ অক্টোবরের অমিমাংসিত ম্যাচটি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। 

খেলায় দিনাজপুর জেলার চিরির বন্দর রানা ফুটবল একাডেমিকে টাইবেকারে ৩-০ গোলে পরাজিত করেছে বোদা ফুটবল একাডেমি। টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন গরিনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হক, মাঠ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তরুন ক্রীড়া উদ্যোক্তা করিমুল ইসলাম মন্ডল।

ম্যাচের মধ্যমাঠের দায়িত্ব পালন করেছেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সুদক্ষ মাঠ পরিচালক রাশেদুজ্জামান রাশেদ, সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আসাদুজ্জামান জুয়েল ও তারিক হাসান। ধারাবর্ণায় ছিলেন রবিউল ইসলাম রবি ও কাজী নাজমুল হাসান।

আজকের বিজয়ী দলটি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৬ নভেম্বর শনিবার মুখোমুখি হবে হাজী দানেশ প্রযুক্তিবিশ্ববিদ্যালয় দিনাজপুর ফুটবল ক্লাব বনাম বোদা ফুটবল একাডেমি। এর পূর্বে ৯ নভেম্বর শনিবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজ ফুটবল একাডেমি শালবাহান বনাম দেবীগঞ্জ ফুটবল একাদশ। তৃতীয় কোয়ার্টার ফাইনালে ১২ নভেম্বর মঙ্গলবার মাঠে নামবে কঁচুকাটা খেলোয়াড় কল্যাণ সমিতি নীলফামারী বনাম বানিয়াপাড়া উন্নয়ন সমাজ গরিনাবাড়ি -পঞ্চগড়। দুটি সেমিফাইনাল ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মঙ্গলবার এবং ২৩ নভেম্বর শনিবার বার। টুর্নামেন্ট ঘিরে খেলার মাঠের কানায় কানায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনমানুষের মহামিলন ঘটাচ্ছে।

(আরএআর/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)