রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থীদের  উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও কর্ম বিরতি অব্যাহত রয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ৩০ মিনিট ব্যাপী রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের কয়েকজনকে প্রতীকী লাশ হয়ে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়।

আন্দোলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ম্যাটস এর শিক্ষার্থী মো. সজিব শেখ, মোহাম্মদ ইয়াসিন, হযরত আলী, নিশাত উর্মি ও মো. শিহাব সহ অন্যান্যরা।

চার দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। তারা দাবি পুরন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানানো হয়।

উল্লেখ্য, মাস খানেক যাবত ‌ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ম্যাটস শিক্ষার্থীরা এসব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসলেও সরকারের পক্ষ থেকে তাদের দাবির দাওয়া পুরণ ও আন্দোলন স্থগিতের ব্যাপারে তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে অতি শীঘ্রই তাদের ব্যাপারে সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর আন্দোলনরত শিক্ষার্থীরা।

(আরআর/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)