গোপালগঞ্জ হেলমেট পড়তে উদ্বুদ্ধকরণ কার্যক্রম
.jpeg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : “হেলমেট ব্যবহার করি; নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ ইয়ামাহা বাইকার্স ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ক্লাবের হেলমেট পরিধানরত বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গোপালগঞ্জ ট্রাফিকে কর্মরতদের সহযোগিতায় এ কার্যক্রম আরো বেগবান হবে। এমন প্রত্যাশায় ক্লাবের সদস্যরা ট্রাফিকে কর্মরতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলের শুভেচ্ছা জানান।
পরে গোপালগঞ্জ সদর উপজেলা, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ব্যস্ততম সড়কে দিনব্যাপী চলে হেলমেট পড়তে উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের এডমিন কে. এম. রনি বলেন, ‘আমরা ব্যক্তি প্রয়োজন ও মানসিক তৃপ্তির জন্য বাইক রাইড করে থাকি। কিন্তু এই আনন্দময় বাইক রাইডিং আমার পরিবারের জন্য হুমকি হোক, এটা আমাদের কাম্য নয়। তাই আইন মেনে হেলমেট সহ সেফটি গিয়ার গুলো নিয়ে প্রতিনিয়ত বাইক রাইড করব। তাহলেই বাইক রাইড নিজের ও নিজের পরিবারের জন্য নিরাপদ ও আনন্দময় হয়ে উঠবে। সে লক্ষ্যেই আমরা সচেতনা কার্যক্রম পরিচালনা করছি। বাইকার সচেতন হলেই নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন।’
গোপালগঞ্জ ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য সাকিব হোসেন হৃদয় বলেন, ‘সড়কে অনিরাপদ যাত্রা থেকে বাইকারদের নিরাপদ যাত্রায় সচেতন ওউদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। অনেকসময় বাইকার মামলার ভয়ে হেলমেট পরিধান করে কিন্তু তার নিজের সেফটির কথা চিন্তা করে না। নিজের ও নিজের পরিবারের কথা চিন্তা করে বাইকার যদি হেলমেট পরিধানেউদ্বুদ্ধ হয়, তা হলেই আমাদের কার্যক্রম সফল হবে। বাইকারের নিরাপত্তা বৃদ্ধি পাবে।’
(টিবি/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)