নাটোর প্রতিনিধি :বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদুরে ডুবে যাওয়া ট্রলার এমভি বন্ধনের নিখোঁজ নাটোরের নালডাঙ্গার মেরিন ইঞ্জিনিয়ার খন্দকার ইয়াকুব আলী ও শ্রমিক হাসিনুল ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম

স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজনরা তাদের প্রিয়জনের খোঁজে চট্রগ্রামে ছুটে গেছেন। কিন্ত ৪ দিনেও তাদের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানাযায়,নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া গ্রামের মেরিন ইঞ্জিনিয়ার খন্দকার ইয়াকুব আলী ডুবে যাওয়া এমভি বন্ধন ট্রলারে কর্মরত ছিলেন। একই জাহাজে মাছ ধরা শ্রমিক ছিলেন নলডাঙ্গার বাঙ্গালখলসি গ্রামের মোজাহার আলীর ছেলে হাসিনুর ইসলাম।

গত বৃহস্পতিবার তারা ট্রলার ডুবিতে নিখোঁজ হন। মেরিন ইঞ্জিনিয়র খন্দকার ইয়াকুব আলী গত ৪০ বছর আগে চট্রগ্রামে বসতি গড়ে তুললেও হাসিনুর ইসলাম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

চার দিনেও ছেলের সন্ধান না পেয়ে নির্বাক হয়ে গেছেন তার মা, বোন ও প্রতিবন্ধী ভাই। একমাত্র শিশু সন্তানকে সাথে নিয়ে স্ত্রী স্বামীর লাশের খোঁজে এখন সাগর পারে প্রহর গুনছে। এলাকাবাসী লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন।




(এমআর/এসসি/নভেম্বর ৩০,২০১৪)