মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচী ২০২৪ সম্পন্ন হয়েছে। 

গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইকোপার্ক চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

সেসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইকোপার্কের শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ ওলি মিয়া, উপজেলা বিএনপি'র সভাপতি আনিচির রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক লিয়াকত আলী শিকদার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ মোঃ হাসিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, হোসাইন সিকদার শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মুন্সী সোহেল রানা, সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন, ছাত্র জনতার পক্ষে ফারহানুল ইসলাম শাকিল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার বিপ্লব রায়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/নভেম্বর ১৬, ২০২৪)