বগুড়া প্রতিনিধি : শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও বগুড়ার শিবগঞ্জে চালকের লাইসেন্স ছিঁড়ে ফেলার প্রতিবাদে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে। রবিবার দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আড়াই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

জানা যায়, গত ১৮ নভেম্বর বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ফিটনেস বিহিন গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদলত। এসময় বাস চালক রেজাউলের ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে কথা কাটাকাটি হয়। এসময় পরিবহন শ্রমিকরা অভিযোগ করে চালক রেজাউলের লাইসেন্স ছিঁড়ে ফেলা হয়েছে।

এঘটনার প্রতিবাদে ২০ নভেম্বর বগুড়া জেলা মোটর শ্রমিক এর নেতৃবৃন্দ মহাসড়ক অবরোধ করে রাখে। ওই দিন জেলা প্রশাসন ও পুলিশ প্রশান নেতাকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর আজ রোববার আবারো একই দাবিতে সড়ক অবেরাধ করে রাখে। বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয়। সড়ক অবরোধের সশয় ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে। ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল জানান, শ্রমিক নির্যাতন এর প্রতিবাদে এবং চালকের লাইসেন্স ছিঁড়ে ফেলার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা রোববার দুপুর দুটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সুষ্ঠু তদন্তের দাবির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

(এএসবি/এএস/নভেম্বর ৩০,২০১৪)