গোপালগঞ্জে জেলা বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আজ শুক্রবার জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে জেলা শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী, কাপড়পট্টি, বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাথে ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে বলেও তারা জানান।
(টিবি/এসপি/নভেম্বর ২২, ২০২৪)