রংপুর প্রতিনিধি: রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও যুবলীগ নেতা ইমরান হত্যা মামলার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে রংপুরে অর্ধদিবস হরতাল চলছে। সোমবার ভোর ৬টায় শুরু হয়ে এ হরতাল, চলবে দুপুর ২টা পর্যন্ত।

রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ও জেলা ও মহানগর দোকান মালিক সমিতির ডাকে এ হরতাল পালিত হচ্ছে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, যুবলীগ নেতা হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, হরতালের নামে কোনো নৈরাজ্য করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ও নগরীর বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।

এদিকে হরতালের কারণে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রংপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রিকশা ও অটোরিকশাও খুব একটা চলতে দেখা যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৪)