সোনাতলা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মালেক গ্ৰেফতার

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেককে বগুড়া শহরের জহুরুলনগর থেকে ডিবি পুলিশের সহায়তায় গ্রেফতার করে সোনাতলা থানা পুলিশ এবং নিরাপত্তার স্বার্থে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয় বলে জানান পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তাকে জহুরুলনগর থেকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় সোনাতলায় উপজেলার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ নাশকতায় জড়িত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির নেতাকর্মীরা।
থানা পুলিশ আরো জানিয়েছেন, একটি ছ'মিলে অগ্নিসংযোগ সহ ৩টি মামলার আসামি অধ্যক্ষ আব্দুল মালেক। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে তাকে বগুড়া শহরের জহুরুলনগর থেকে গ্রেফতার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেককে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিনাদুন নবী বলেন, তিনি অগ্নিসংযোগ ভাঙচুর নাশকতা সহ ৩টি রাজনৈতিক মামলার আসামি। তাকে বগুড়া শহরের জহুরুলনগর থেকে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(বিকে/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)